মুজ়ফ্ফরনগরে বাইককে পিষে দিল ট্রাক, মৃত্যু স্বামী-স্ত্রীর
মুজ়ফ্ফরনগর, ১ জুলাই (হি.স.): তীব্র গতিতে ছুটে আসা ট্রাক পিষে দিল মোটরবাইককে। আর তার জেরে মৃত্যু বাইকআরোহী দম্পতির। সোমবার রাতে উত্তর প্রদেশের মুজ়ফ্ফরনগর জেলার ঘটনা। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধনার বাসিন্দা ওই দম্পতি বাড়ি ফিরছিলেন। রাস্তা
মুজ়ফ্ফরনগরে বাইককে পিষে দিল ট্রাক, মৃত্যু স্বামী-স্ত্রীর


মুজ়ফ্ফরনগর, ১ জুলাই (হি.স.): তীব্র গতিতে ছুটে আসা ট্রাক পিষে দিল মোটরবাইককে। আর তার জেরে মৃত্যু বাইকআরোহী দম্পতির। সোমবার রাতে উত্তর প্রদেশের মুজ়ফ্ফরনগর জেলার ঘটনা।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধনার বাসিন্দা ওই দম্পতি বাড়ি ফিরছিলেন। রাস্তায় একটি ট্রাক তাঁদের পিষে দেয়। রক্তাক্ত অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি। ট্রাক চালক পলাতক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande