পূর্ব সিংভূম, ১ জুলাই (হি.স.): সোমবার গভীর রাতে পূর্ব সিংভূমের চাকুলিয়া নগর পঞ্চায়েত এলাকায় ঘটে যাওয়া লুটের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তৃতীয় অভিযুক্তের খোঁজ এখনও চলছে।
পুরাণ বাজারের বিরসা চকের কাছে প্রাপ্তি জুয়েলার্সের মালিক অরুণ নন্দী যখন মিস্ত্রি পাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন, তখন বাইকে চড়ে আসা তিনজন অজ্ঞাত দুষ্কৃতী তাকে ছুরি ও পিস্তল দেখিয়ে তার ব্যাগ লুট করে। ব্যাগে প্রায় ১.৫ কেজি সোনার গয়না এবং ৫০,০০০ নগদ ছিল। পরে অভিযুক্তরা পশ্চিমবঙ্গের দিকে পালিয়ে যায়।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চাকুলিয়া থানার আধিকারিক সন্তোষ কুমার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা পশ্চিমবঙ্গ পুলিশকের সতর্ক করে। এরপর জাম্বনি থানার সহায়তায় ২৪ ঘন্টার আগে মঙ্গলবার এই বড় ডাকাতির ঘটনাটি প্রকাশ পায়। পুলিশ বিহারের ঔরঙ্গাবাদ রফিগঞ্জের বাসিন্দা মহম্মদ রফিক এবং জামশেদপুরের বাগবেদার বাসিন্দা নিরঞ্জন গৌড়কে গ্রেফতার করে। লুট হওয়া দেড় কেজি ওজনের সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে। তৃতীয় অভিযুক্তের খোঁজ এখনও চলছে। ধৃতদের চাকুলিয়া থানা এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া