শ্রীভূমিতে ডায়ারিয়া প্রতিরোধী অভিযান শুরু
শ্রীভূমি (অসম), ১০ জুলাই (হি.স.) : শিশুদের মধ্যে ডায়ারিয়াজনিত অসুস্থতা ও মৃত্যুর হার কমানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার শ্রীভূমি জেলায় “ডায়েরিয়া প্রতিরোধ অভিযান” শুরু হয়েছে। এ উপলক্ষ্যে এক সচেতনতামূলক র্যা়লির আয়োজন করা হয়, যার সূচনা হয় করিমগঞ্
শ্রীভূমিতে ডায়ারিয়া প্রতিরোধী অভিযান শুরু


শ্রীভূমি (অসম), ১০ জুলাই (হি.স.) : শিশুদের মধ্যে ডায়ারিয়াজনিত অসুস্থতা ও মৃত্যুর হার কমানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার শ্রীভূমি জেলায় “ডায়েরিয়া প্রতিরোধ অভিযান” শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে এক সচেতনতামূলক র্যা়লির আয়োজন করা হয়, যার সূচনা হয় করিমগঞ্জ সিভিল হাসপাতাল প্রাঙ্গণ থেকে। র্যা লিটি উদ্বোধন করেন শ্রীভূমির যুগ্ম স্বাস্থ্য-অধিকৰ্তা ডা. সুমনা নাইডিং। উপস্থিত ছিলেন সুমন চৌধুরী, জেলা মিডিয়া বিশেষজ্ঞ (জাতীয় স্বাস্থ্য মিশন), দেবজিত দে, জেলা পরামর্শদাতা (জীবাণুবাহিত রোগ নিয়ন্ত্রণ) প্ৰমুখ।

র্যা লিতে শ্রীভূমি শহরের মহিলা স্বাস্থ্যকর্মী (এএনএম) এবং নার্সিং কলেজের প্রশিক্ষণপ্রাপ্ত স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন। তাঁরা জনসাধারণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাত ধোয়া এবং নিরাপদ পানীয় জলের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। র্যা লির পর করিমগঞ্জ সিভিল হাসপাতালের সভাকক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রীভূমি শহরের মহিলা আরোগ্য সমিতির সদস্যারা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন ডা. মতীন্দ্র সূত্রধর, অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ) এবং হানিফ মহাম্মদ, জেলা কর্মসূচি ব্যবস্থাপক, জাতীয় স্বাস্থ্য মিশন।

সভায় জানানো হয়, বর্ষাকালে ডায়ারিয়ার প্রকোপ বেড়ে যায়। বিশেষ করে শিশুদের মধ্যে এই সময়ে রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি, একচেটিয়া স্তন্যপান, নিরাপদ ও পরিস্রুত পানীয় জল গ্রহণ, সঠিক শৌচালয় ব্যবহার এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর জোর দেওয়া হয়।

ডা. নাইডিং সভায় বলেন, ডায়ারিয়া একটি প্রতিরোধযোগ্য এবং সহজে চিকিৎসাযোগ্য রোগ। সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে এই রোগ রোধ করা সম্ভব। এই অভিযানের আওতায় আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি করবেন এবং ওআরএস প্যাকেট বিতরণ করবেন। যারা ডায়ারিয়ায় আক্রান্ত হবেন, তাঁদের ১৪ দিন জিংক ট্যাবলেট দেওয়া হবে। একইসাথে সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান জুলাই ও আগস্ট মাস জুড়ে শ্রীভূমি জেলার শহর ও গ্রামীণ অঞ্চলে চলবে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande