শ্রীভূমি (অসম), ১০ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলার সহকারী কমিশনার মানস প্রতিম বংজং এক গণ-বিজ্ঞপ্তিতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষকের বেসরকারি প্রতিষ্ঠানে জড়িত এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালিকাভুক্ত কিছু ছাত্রছাত্রী শিক্ষা সেতু অ্যাপে উপস্থিতি চিহ্নিত করে ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান গ্রহণ করার মতো নির্দিষ্ট অনিয়ম কর্তৃপক্ষের নজরে এসেছে বলে জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে এই অনিয়মের প্রাথমিক তদন্ত আগামীকাল ১১ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে।
তদন্ত প্রক্রিয়া আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষকে জেলাশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার মানস প্রতিম বংজং-এর অফিস কক্ষে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ ব্যাপারে স্থানীয় জনগণ, অভিভাবক অথবা সংশ্লিষ্টগণ যাঁদের কাছে কোনও ধরনের তথ্য বা প্রমাণ রয়েছে তাঁদেরকে তথ্য বা প্রমাণ জমা দিয়ে তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করতে অনুরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে ওই তথ্য প্রমাণ গোপন রাখা হবে। শিক্ষা ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলির মর্যাদা বজায় রাখার স্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে সরকারি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস