ঢাকা, ১০ জুলাই (হি.স.): বাংলাদেশে গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তিন জনের বিরুদ্ধে শুরু হল আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া। গত বছর ছাত্র-জনতার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, নির্যাতন ও ষড়যন্ত্রের মতো অভিযোগ রয়েছে। অভিযোগে মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাঁকে ট্রাইব্যুনালে হাজির করানো হয়। বলা হয়েছে, নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তিনি। হাসিনা ও আসাদুজ্জামান পলাতক বলে উল্লেখ করা হয়েছে। আগামী ৪ অগস্ট প্রথম সাক্ষ্যগ্রহণের দিন স্থির হয়েছে। এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধের’ কোনও মামলার বিচার শুরু হলো।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য