বাস থেকে নামিয়ে ৯ যাত্রীকে গুলি করে খুন বালোচিস্তানে
ইসলামাবাদ, ১১ জুলাই (হি.স.): বালোচিস্তানে দু''টি বাস থেকে ৯ জন যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করল জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে ওই যাত্রীদের প্রথমে অপহরণ, পরে গুলি করে মারা হয়। বালোচিস্তানের জোহব ও লোরারাই জেলার মাঝখানে সুর-দাকাই এলাকায় নৃশংস গণহত্যা।
বাস থেকে নামিয়ে ৯ যাত্রীকে গুলি চালিয়ে খুন বালোচিস্তানে


ইসলামাবাদ, ১১ জুলাই (হি.স.): বালোচিস্তানে দু'টি বাস থেকে ৯ জন যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করল জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে ওই যাত্রীদের প্রথমে অপহরণ, পরে গুলি করে মারা হয়। বালোচিস্তানের জোহব ও লোরারাই জেলার মাঝখানে সুর-দাকাই এলাকায় নৃশংস গণহত্যা। জানা গিয়েছে, দু'টি বাসে চেপে বেশ কয়েকজন যাত্রী ৭০ নম্বর জাতীয় সড়ক ধরে কোয়েটা থেকে লাহোর যাচ্ছিলেন। সুর-দাকাই এলাকায় সশস্ত্র জঙ্গিরা দু'টি বাসই থামিয়ে দেয়। তারা দু'টি বাসে ওঠে এবং যাত্রীদের পরিচয়পত্র দেখাতে বলে। বাসের যাত্রীদের পরিচয়পত্র দেখার সময় জঙ্গিরা বেছে বেছে দেখছিল কারা পঞ্জাব প্রদেশের বাসিন্দা। তার পরে তারা একটি বাস থেকে সাত জনকে, অন্য বাস থেকে তিন জনকে নামিয়ে আনে ও ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে নিয়ে যায়। যাত্রীদের নিয়ে যাওয়ার আগে বাসের দুই চালককে এলাকা থেকে চলে যেতে বলে জঙ্গিরা। জঙ্গিদের হাত থেকে কোনও ভাবে বেঁচে ফেরা এক যাত্রী পুলিশকে জানান, তিনি গুলি চলার আওয়াজ পেয়েছিলেন। ঘটনার পরপরই নিষিদ্ধ সংগঠন বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট এর দায় স্বীকার করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande