ওয়াশিংটন, ১১ জুলাই (হি.স.): কানাডার উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ১ অগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে দেওয়া এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ট্রাম্প। ওই চিঠিতে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যদি কানাডা আমেরিকার পণ্যের উপর শুল্ক আরোপ করে সে ক্ষেত্রে যে তিনি হার বৃদ্ধি করতে রেয়াত করবেন না, তা বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ