বাজারিছড়া (অসম), ১০ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন কটামণির উত্তর দক্ষিণ ছলামনা গ্রামের লালছড়া জামে মসজিদপাড়ার বাসিন্দা প্রবীণ ব্যক্তি আবদুর রহিমের বাবা আবদুল মজিদের জীবনাবসান ঘটেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, চার পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী। দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সকলের প্ৰিয় আবদুল মজিদের মৃত্যুতে কটামণি, এমএস ছলামনা, মানিকবন্দ ও কালাছড়া এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
গত রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাজারিছড়া মাকুন্দা হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছিল। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টায় তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার সন্ধ্যায় তাঁকে স্বগৃহে নিয়ে আসা হয়। ওইদিনই রাত ৯টা ১০ মিনিটে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সকলের শ্রদ্ধাভাজন আবদুল মজিদ।
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তাঁর নিজস্ব বাড়ির পাশে। এর পর গ্রামের কবরস্থানে আবদুল মজিদের দাফন সম্পন্ন হয়েছে। জানাজার শেষে প্রয়াতের আত্মার সদগতি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
শ্রদ্ধাভাজন আবদুল মজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন ঝেরঝেরি ইউনিয়ন পরিষদের প্রাক্তন সভাপতি আবদুল মান্নান, ইচাবিল ইউনিয়নের প্রাক্তন সহ-সভাপতি ইব্রাহিম আলি, প্রধানশিক্ষক আকবর আলি, শিক্ষক খসরুল ইসলাম, প্রাক্তন প্রধানশিক্ষক বদরুক হক, বেঙ্গালুরুতে কর্মরত বেসরকারি প্রতিষ্ঠানের জুনিয়র ম্যানেজার কুতুব উদ্দিন সহ এলাকার বহুজন।
জনাজায় উপস্থিত ছিলেন প্ৰয়াতের ছেলে শিক্ষক আবদুর রহিম, কটামণি হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক খসরুল ইসলাম, প্রাক্তন ওয়ার্ড মেম্বার ফুরকান আলি, সমাজসেবক আকলুস আলি, লঙ্গাই সমবায় সমিতির প্রাক্তন সভাপতি উরফিজ আলি, সম্পাদক মেরাব আলি, বিশিষ্ট ব্যবসায়ী মনোহর আলি, স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার প্রধান মৌলানা হিসাম উদ্দিন প্রমুখ বহুজন। তিনি জানাজার নামাজে বক্তব্য পেশ করেছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস