সিউড়ি, ১১ জুলাই (হি. স.) : বীরভূম জেলার জীবিত ৩৭২ জন সংখ্যালঘু ভোটারকে নির্বাচন কমিশনের তরফেও মৃত ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। বৃহস্পতিবার এই অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক বিকাশ রায় চৌধুরী। জীবিতদের ভোটার কার্ড থাকা সত্ত্বেও মৃত ঘোষণার খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন শাসকদলের বিধায়ক তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি। তাঁর অধীনস্থ বিধানসভার ৩৭২ জন বাসিন্দা দিশেহারা। প্রসঙ্গত, বীরভূম জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাউন্সেলিংয়ের মাধ্যমে সিউড়ি বিধানসভা সহ গ্রাম পঞ্চায়েতের মধ্যেই আলোচনার মাধ্যমেই একটি তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকায় বীরভূম জেলার রাজনগর, ভবানীপুর ও সাহাপুর এলাকা এবং সিউড়ি সদর শহরের ৪ এবং ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডের মোট ৩৭২ জন ভোটারের নাম বাতিল হয়ে যায়। এইরকম সরকারি নথি প্রকাশ্যে আসার পরেই চমকে ওঠেন তিনি এবং সংশ্লিষ্ট ও জীবিত ভোটাররা রীতিমত হতবাক। একযোগে তাদের অভিযোগ, জীবিতদের নাম তালিকায় থাকতেও তাদের মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে। এই মারাত্নক অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গতঃ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই নিয়ে অভিযোগ করা হয়েছিল যে, বহু মৃত ভোটারের নাম রয়েছে তালিকায় এবং তা এখনও পর্যন্ত সংশ্লিষ্ট ভোটার কার্ড চালু আছে। ওই অভিযোগের ভিত্তিতে এমন একটি নামের সংশোধিত তালিকা নির্বাচন কমিশনের পক্ষে প্রকাশ করা হয়েছে। সেই তালিকাও তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পৌঁছেছে। নির্বাচন বিধি ও সূচি পরখ করা কাজের নজরদারিতেই যুক্ত ভারপ্রাপ্ত কর্মীর কাছে তা যেতেই এ ঘটনা ধরা পড়েছে। এদিন এই প্রসঙ্গে বিকাশ রায়চৌধুরী জানান, তাদের অভিযোগ শোনার পরে বীরভূম জেলাশাসক বিধান রায়'কে একটি লিখিত অভিযোগও করেন তিনি। এবং অতি দ্রুত সমাধানের দাবি জেলাশাসকের কাছে জানান বিধানসভার সদস্য। অন্যদিকে, তিনি আরও জানান, বিজেপি চক্রান্ত করে বিশেষতঃ এই সংখ্যালঘুদের উপর একের পর এক অনাচারের চেষ্টা করছে। তাদের' কে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। জীবন্ত মানুষকে মৃত ঘোষণা করে দেওয়া হল। এই ঘটনায় তীব্র প্রতিবাদ করে তিনি আরও জানান, যদিও ৫০ থেকে ৭০ এবং ৮০ বছর বয়স্ক ব্যক্তিদের আধার কার্ড ও ভোটার কার্ড সহ সরাসরি হাজির হলেও তাদেরকে বর্তমানে ভোটার কার্ডে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সুতরাং ৩৭২ জন ভোটার এই মুহূর্তে দুশ্চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছেন। তবে এই বিষয়ে বীরভূম সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, এই অভিযোগের সত্যতা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে যাচাই করার সুযোগ রয়েছে। সত্যি বা মিথ্যা প্রমাণ হবে, বিশদেই জানা যাবে। শাসকদলের বিরুদ্ধেই তার পাল্টা অভিযোগ, ইতিমধ্যে বহু মৃত ব্যক্তির নাম তালিকায় ভুয়ো ভোটার হিসেবে সাজিয়ে রেখে তা সচল করে রাখা হয়েছে। তাই বিজেপি'র দাবি সংশ্লিষ্ট ভুয়ো ভোটার কার্ড চিহ্নিত করা ও সঠিক ভোটারের চিহ্নিত করণ জরুরি ভিত্তিতেই করতে হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত