রাজগড়: মাঠে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবকের মৃতদেহ, তদন্ত শুরু
রাজগড়, ১১ জুলাই (হি.স.) : শুক্রবার সকালে ভোজপুর থানা এলাকার খাজালা গ্রামের একটি মাঠের বাবলা গাছে ২৫ বছর বয়সী এক যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ পরিবারের কাছে তুলে দিয়ে তদন্ত শুরু করে। পুলিশের মতে, খাজালা গ্রামের
রাজগড়: মাঠে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবকের মৃতদেহ, তদন্ত শুরু


রাজগড়, ১১ জুলাই (হি.স.) : শুক্রবার সকালে ভোজপুর থানা এলাকার খাজালা গ্রামের একটি মাঠের বাবলা গাছে ২৫ বছর বয়সী এক যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ পরিবারের কাছে তুলে দিয়ে তদন্ত শুরু করে।

পুলিশের মতে, খাজালা গ্রামের বাসিন্দা রাজেশ তানওয়ার (২৫) তার নিজের জমির বাবলা গাছে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, শুক্রবার সকালে যুবক বাথরুমে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়, এরপর সে আর ফিরে আসেনি। গ্রামবাসীরা তাকে খুঁজতে খুঁজতে রাজেশের মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande