সিএসসিতে একাধিক পরিষেবা যুক্ত করল আগরতলা পুর নিগম
আগরতলা, ১১ জুলাই (হি.স.) : আগরতলা পুর নিগম এলাকার পেনশনররা এখন থেকে কমন সার্ভিস সেন্টার (সিএসসি) এর মাধ্যমে বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট পাবেন। তেমনিভাবেও পুর নিগমের নাগরিকরা এখন বাড়িতে বসেই সিএসসির মাধ্যমে সম্পত্তি কর প্রদান করতে পারবেন। শ
আগরতলার মেয়র


আগরতলা, ১১ জুলাই (হি.স.) : আগরতলা পুর নিগম এলাকার পেনশনররা এখন থেকে কমন সার্ভিস সেন্টার (সিএসসি) এর মাধ্যমে বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট পাবেন। তেমনিভাবেও পুর নিগমের নাগরিকরা এখন বাড়িতে বসেই সিএসসির মাধ্যমে সম্পত্তি কর প্রদান করতে পারবেন। শুক্রবার সিএসসি দিবস উদযাপন উপলক্ষে এই দুই পরিষেবার উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

কমন সার্ভিস সেন্টার এর পরিষেবার ১৬ বছর পূর্ণ হল। এই ই-গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেডের ১৬ বছর পূর্তি উপলক্ষে এদিন আগরতলায় সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতরের সচিব কিরণ গিত্যে।

এই অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে দেশের নাগরিকরা বিভিন্ন পরিষেবা গ্রহণ করেন। বর্তমানে রাজ্যে ১১৭৮ টি গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবা চালু রয়েছে। এর সাথে যুক্ত রয়েছে তিন হাজারের বেশি লোক যারা জনগণকে বিভিন্ন পরিসেবা প্রদান করেন।

মেয়র আরও জানান কমন সার্ভিস সেন্টার এর বর্ষপূর্তি উপলক্ষে আগরতলা পুর নিগম এলাকায় আজ থেকে আরও দুটি পরিষেবা যুক্ত হয়েছে। এখন থেকে সিএসসি সেন্টারের মাধ্যমে পুর নিগম এলাকার পেনশনাররা বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেট পাবেন।পাশাপাশি এখন থেকে বাড়িতে বসেই সিএসসির মাধ্যমে সম্পত্তিকর প্রদান করা যাবে। এটি শহরবাসীর জন্য নতুন একটি দিগন্ত বলে মনে করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande