ঝাড়গ্রাম, ১১জুলাই (হি. স.) : বন্যা দুর্গতদের জন্য জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি কিচেন চলছে। গ্রামবাসীদের খাবার পরিবেশন করেন থানার ওসি। গোপীবল্লভপুর থানা এলাকায় পুলিশের উদ্যোগেই চালু এমন কমিউনিটি কিচেনে সাড়া মিলল। গ্রামবাসীদের মধ্যেই খাবার পরিবেশন করলেন অফিসার ইনচার্জ। সুবর্ণরেখা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কিত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর - ২ নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামের বাসিন্দাদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে জেলা পুলিশ প্রশাসন। ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে নদী ভাঙন পরিস্থিতি আরও ঘোরালো। পরিস্থিতি পরিদর্শনে মালিঞ্চা গ্রামে রাজ্যের সেচমন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল সহ উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। সরেজমিন পরিদর্শনে গতকালের ঘটনা ও আতঙ্কজনক পরিস্থিতিতে মানবিক ভূমিকা গ্রহণ করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে ও বেলিয়াবেড়া থানার সহযোগিতায় শুক্রবার মালিঞ্চা গ্রামে চালু করা হয় কমিউনিটি কিচেন। সেখানে উপস্থিত হয়ে নিজের হাতেই দুর্গত গ্রামবাসীদের খাবার পরিবেশন করেন বেলিয়াবেড়া থানার ভারপ্রাপ্ত ওসি নীলু মন্ডল। তিনি জানান, শুধুমাত্র মালিঞ্চা নয়, সুবর্ণরেখা নদী তীরবর্তী আরও একটি গ্রামে এদিন পুলিশের তরফে এই ধরনের কমিউনিটি কিচেনের আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, “এই দুর্দিনে নদী তীরবর্তী গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” পুলিশের এই মানবিক পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ। তাঁরা ঝাড়গ্রাম জেলা পুলিশ, বেলিয়াবেড়া থানার ওসি এবং সংশ্লিষ্ট পুলিশকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এলাকায় যখন নানারকম সমস্যার সৃষ্টি হয়েছে, তখন পুলিশের এই সামাজিক ও মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় দৃষ্টান্ত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত