সুপ্রিম কোর্টে এসএসসির দাখিল করা নথি দেখতে চাইল হাই কোর্ট
কলকাতা, ১১ জুলাই (হি.স.): স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সুপ্রিম কোর্টে যে নথি দিয়েছিল, তা এ বার দেখতে চাইল কলকাতা হাই কোর্ট। প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতে এসএসসি হলফনামা দিয়েছিল। শুক্রবার তা-ই দেখতে চেয়েছে বিচারপতি সৌমেন সেন
সুপ্রিম কোর্টে এসএসসির দাখিল করা নথি দেখতে চাইল হাই কোর্ট


কলকাতা, ১১ জুলাই (হি.স.): স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সুপ্রিম কোর্টে যে নথি দিয়েছিল, তা এ বার দেখতে চাইল কলকাতা হাই কোর্ট।

প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতে এসএসসি হলফনামা দিয়েছিল। শুক্রবার তা-ই দেখতে চেয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার ওই মামলার পরবর্তী শুনানি।

২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে চাকরি চলে গিয়েছিল প্রায় ২৬ হাজার জনের। সেই রায়ে শীর্ষ আদালত জানিয়েছিল, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এসএসসি-কে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এসএসসি বিজ্ঞপ্তি জারি করেছে।

তার ভিত্তিতে চিহ্নিত ‘দাগি’ (চাকরি বাতিলের মামলায় যাঁরা অযোগ্য বলে ইতিমধ্যেই চিহ্নিত)-রা আবার আবেদন করায় বিতর্ক তৈরি হয়েছে। মামলা হয়েছে হাই কোর্টে। সেই মামলাতেই ডিভিশন বেঞ্চ শুক্রবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া এসএসসির হলফনামা চেয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande