হলদিয়া, ১১ জুলাই (হি.স.) : বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য হলদিয়ার শ্রুতি স্কুলের রাস্তা ঘিরে দিল স্থানীয়রা বলে অভিযোগ। শুক্রবার সকালে স্কুলের তরফ থেকে এই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিবাদের জেরে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য হলদিয়া বাড় বাসুদেবপুরে শ্রুতি স্কুলের গেটে রাতের অন্ধকারে স্থানীয়রা বেড়া দিয়ে দেয়। রাস্তায় বাঁশের বেড়া সমস্যায় পড়ে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীরা। বেড়া সরাতে এলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর বচসা হয়। স্কুলের রাস্তায় বেড়া দেওয়ার ঘটনায় আতঙ্কিত স্কুল ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকমন্ডলী। রাস্তা ঘিরে দেওয়ার লোকজন রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকেন। তাদের দাবি, এই রাস্তায় কাউকে বেরোতে দেবে না। সুতাহাটা থানার পুলিশ এসে সেই বেড়া তুলে ফেলে দেয়। রাস্তার বেড়া খুলতে এলে পুলিশের সাথে স্থানীয় লোকজনদের কথা কাটাকাটি বাধে। পুলিশের উপরে হামলার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য এই স্কুল শ্রুতিএবং স্কুলের ছাত্রাবাস রয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ এই জমি দান করেছিলেন স্কুলকে।বর্তমানে স্কুলের বিশাল জায়গা রক্ষা করতে পারেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের বিভিন্ন জায়গা জবরদখল হয়ে রয়েছে বলে অভিযোগ।
হিন্দুস্থান সমাচার / জুলফিকার আলি