গণ্ডাছড়া (ত্রিপুরা), ১১ জুলাই (হি.স.) : ধলাই জেলার গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) ইউনিট এই উদযাপনের আয়োজক।
এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এনএসএস একটি মনোজ্ঞ পোস্টার তৈরির প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণও থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
শিল্পকর্মের মাধ্যমে শিক্ষার্থীরা এই দিবসের গুরুত্ব সম্পর্কে তাদের সৃজনশীলতা এবং গভীর উপলব্ধি তুলে ধরেছে। এই আয়োজনটি তরুণ শিক্ষার্থীদের জন্য জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের নিজস্ব ভাবনা ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করার একটি বর্ণিল এবং আকর্ষক মঞ্চ তৈরি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das