অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ তদন্তে বীরভূমের এসপিকে হাইকোর্টের সাময়িক স্বস্তি
কলকাতা, ১১ জুলাই (হি.স.): বীরভূমের তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বীরভূমের পুলিশ সুপারকে সাময়িক স্বস্তি দিল হাইকোর্ট। এদিন মামলার শুনানিতে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে আইনজীবী আদালতে বলেন, পুলিশ কর্তাক
অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ তদন্তে বীরভূমের এসপিকে হাইকোর্টের সাময়িক স্বস্তি


কলকাতা, ১১ জুলাই (হি.স.): বীরভূমের তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বীরভূমের পুলিশ সুপারকে সাময়িক স্বস্তি দিল হাইকোর্ট।

এদিন মামলার শুনানিতে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে আইনজীবী আদালতে বলেন, পুলিশ কর্তাকে দিল্লিতে গিয়ে সশরীরে কমিশনের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হোক। যদিও পুলিশ সুপারের আইনজীবী ওই আবেদনের বিরোধিতা করেন। একই সঙ্গে তিনি আদালতকে বলেন, 'জাতীয় মহিলা কমিশনের লেখা চিঠিতে ভাষা সম্পর্কে সংযম হওয়া উচিত ছিল। একজন পাবলিক সার্ভেন্ট আর একজন পাবলিক সার্ভেন্টকে কখনও অপমানিত করতে পারে না।'

পুলিশ কর্তার আবেদনের ভিত্তিতে আদালত জানিয়েছে, আগামী ১৪ জুলাই বেলা ১২টার সময় ভার্চুয়ালি জাতীয় মানবাধিকার কমিশনের মুখোমুখি হতে হবে পুলিশ সুপারকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি ডিজিটালেই পাঠাতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande