তৃণমূল কর্মীর মৃত্যু, স্ত্রী-সহ তিনজন গুরুতর জখম, আটক ২
মালদা, ১১ জুলাই (হি.স.): বৃহস্পতিবার রাতে মানিকচকের গোপালপুর এলাকায় এক তৃণমূল কর্মী আক্রমণকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আবুল কালাম আজাদ। তিনি তাঁর স্ত্রী-সহ কয়েকজন ইংরেজবাজারের লক্ষ্মীপুরে এক
তৃণমূল কর্মীর মৃত্যু, স্ত্রী-সহ তিনজন গুরুতর জখম, আটক ২


মালদা, ১১ জুলাই (হি.স.): বৃহস্পতিবার রাতে মানিকচকের গোপালপুর এলাকায় এক তৃণমূল কর্মী আক্রমণকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আবুল কালাম আজাদ। তিনি তাঁর স্ত্রী-সহ কয়েকজন ইংরেজবাজারের লক্ষ্মীপুরে এক বাড়িতে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। অভিযোগ, রাতে ওই তৃণমূল কর্মীকে একটি ঘরে আটকে রাখা হয়।

স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও তাঁর দলবল মিলে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। আবুল কালাম আজাদকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে এসেছিলেন স্ত্রী ও অন্যান্যরা। তাঁদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ।

পরে আক্রান্ত ওই তৃণমূল কর্মী ও জখমদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত ডাক্তাররা আবুল কালাম আজাদকে মৃত বলে ঘোষণা করেন। হামলার ঘটনায় ওই তৃণমূল কর্মীর স্ত্রী-সহ তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আর কারা ঘটনায় জড়িত, খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই ঘটনা? তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande