ভাঙড়ে রাজ্জাক খাঁর খুনের ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজনীতির পারদ
দক্ষিণ ২৪ পরগনা, ১১ জুলাই (হি.স.): ভাঙড়ে রাজ্জাক খাঁর খুনের ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজনীতির পারদ। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি বিস্ফোরক দাবি করলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলই এই হত্যাকাণ্ডের নেপথ্যে। তাঁর সোজাসাপটা কথা, ‘‘শওকত মোল্লাকে জেরা
ভাঙড়ে রাজ্জাক খাঁর খুনের ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজনীতির পারদ


দক্ষিণ ২৪ পরগনা, ১১ জুলাই (হি.স.): ভাঙড়ে রাজ্জাক খাঁর খুনের ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজনীতির পারদ। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি বিস্ফোরক দাবি করলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলই এই হত্যাকাণ্ডের নেপথ্যে। তাঁর সোজাসাপটা কথা, ‘‘শওকত মোল্লাকে জেরা করলেই খুনের আসল রহস্য সামনে চলে আসবে।’’

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে নওসাদ বলেন, “এই খুন কোনও বিরোধী ষড়যন্ত্র নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। ভাগ বাটোয়ারা এবং প্রভাব বিস্তার নিয়েই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ। প্রশাসনের উচিত, শওকতের গতিবিধি খতিয়ে দেখা ও তাঁকে জিজ্ঞাসাবাদ করা।”

যার জবাবে এদিন শওকত বলেন, নওসাদ ভাঙড় নিয়ে নোংরা রাজনীতি করছে। চাইলে আমরা তো ওকে আসামি বানাতে পারতাম। তা করিনি, কারণ, আমরা চাই সঠিক তথ্য সামনে আসুক। আশা করি, পুলিশ প্রকৃত অপরাধীকে গ্রেফতার করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার চালতাবেড়িয়া এলাকায় গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে। ঘটনার পরপরই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা অভিযোগ করেন, এই হামলার পিছনে আইএসএফ-সহ বিরোধীদের মদত রয়েছে। শুক্রবার তার পাল্টা জবাব দেন নওসাদ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande