ভুবনেশ্বর, ১১ জুলাই (হি.স.): পবিত্র শ্রাবণ মাসে কানওয়ার যাত্রার শুভসূচনা উপলক্ষে শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম। এই বিশেষ দিন উপলক্ষে এদিন দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় জানান, “পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের উপাসনার ও কানওয়ার যাত্রার জন্য সকল ভক্তদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অশেষ মঙ্গলকামনা ।”
এদিন তিনি সকলকে ভগবান শিবের উপর আস্থা রাখতে বলেন । প্রত্যেকের জীবনে সুখ - স্বাচ্ছন্দ্য , শান্তি ও সুস্থতা কামনা করে বক্তব্যে ইতি টানেন ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক