পানিপথ, ১১ জুলাই (হি.স.) : বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টিপাতের মধ্যে পানিপথের মাতলোড়ার সুন্দর নগরে হঠাৎ করে একটি পুরনো মাটির ঘরের ছাদ ভেঙে পড়লে ঘরে ঘুমন্ত স্বামী-স্ত্রী ধ্বংসস্তূপে চাপা পড়ে যান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন ধ্বংসস্তূপের নিচ থেকে দুজনকেই উদ্ধার করে। গুরুতর অবস্থায় স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে মাটি ও কাঠের তৈরি ছাদ ভেঙে পড়ে। ছাদ পড়ার সঙ্গে সঙ্গে পুরো ছাদ স্বামী-স্ত্রীর উপর পড়ে। শব্দ শুনে প্রতিবেশীরা উদ্ধার কাজ শুরু করে। প্রথমে স্বামীকে বের করা হয়। কিন্তু ৪২ বছর বয়সী স্ত্রী রুবিকে বের করতে কিছুটা সময় লাগে। যার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুজনকেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মহিলাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। বাড়ির মালিক কৃষ্ণ কুমার বলেন, তিনি সময়ে সময়ে বাড়িটি মেরামত করেন। কিন্তু পুরনো নির্মাণ এবং ভারী বৃষ্টিপাতের কারণে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া