পূর্ব সিংভূম, ১১ জুলাই(হি.স.) : ঝাড়খণ্ডে মোবাইল গেমে নেশায় আত্মঘাতী এক যুবক। জানা গেছে ,সদ্য আইটিআই পাশ করা যুবকের গেম খেলা নিয়ে পরিবারে বহু দিন ধরেই অশান্তি চলছিল। সম্প্রতি পরিবারের লোকজন তাঁর মোবাইল কেড়ে নেন। তারপর থেকেই চুপচাপ হয়ে পড়ে আনন্দ(১৯)। শুক্রবার সকালে দরজা না খোলায় সন্দেহ হওয়ায় দরজা ভেঙে দেখা যায় যুবকের ঝুলন্ত দেহ। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত করেন চিকিৎসক। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মোবাইল আসক্তি ও মানসিক চাপে আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর শোকস্তব্ধ গোটা পরিবার।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য