নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
শিলিগুড়ি, ১১ জুলাই (হি.স.): নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে পাড়াতুতো মামাকে গ্রেফতার করেছে আশিঘর থানা। অভিযুক্তের নাম রাজা সাহা। পুলিশ জানিয়েছে, রাজা সাহা নাম ওই পাড়ার যুবক, যাকে নির্যাতিতা নাবালিকা মামা বলে সম্বোধন করে। গত ২৭ জুন
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


শিলিগুড়ি, ১১ জুলাই (হি.স.): নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে পাড়াতুতো মামাকে গ্রেফতার করেছে আশিঘর থানা। অভিযুক্তের নাম রাজা সাহা।

পুলিশ জানিয়েছে, রাজা সাহা নাম ওই পাড়ার যুবক, যাকে নির্যাতিতা নাবালিকা মামা বলে সম্বোধন করে। গত ২৭ জুন অভিযুক্ত মামা ওই নাবালিকাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেই সময় যুবকের বাড়ির লোকেরা কাজে বেরিয়েছিলেন। সুযোগ পেয়ে যুবক নাবালিকাকে লোভ দেখিয়ে ধর্ষণ করে। একই সঙ্গে বিষয়টি কাউকে না বলার জন্য নাবালিকাকে হুমকি দেয়।

সন্ধ্যায় নাবালিকা বাড়ি ফিরে আসার পর তার পরিবারের সন্দেহ হয়। নাবালিকাকে জিজ্ঞাসা করা হলে সে অভিযুক্তর অপকর্মের কথা পরিবারকে জানায়। এরপর পরিবার আশিঘার থানায় অভিযুক্ত রাজা সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তের পর পুলিশ অভিযুক্ত মামাকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande