প্রত্যেক প্রতিভার বিকাশের জন্য একটি প্ল্যাটফর্ম চাই : অর্থমন্ত্রী
উদয়পুর (ত্রিপুরা), ১১ জুলাই (হি.স.) : ছাত্রীদের সুপ্ত প্রতিভাগুলি জনসমক্ষে তুলে ধরার একটি বিরাট প্ল্যাটফর্মের নাম কিশোরী উৎকর্ষ মঞ্চ। শুক্রবার গোমতী জেলার উদয়পুরে রাজর্ষী প্রেক্ষাগৃহে গোমতী জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চের সূচনা করে এই কথা বলেন রাজ
কিশোরী উৎক মঞ্চ


উদয়পুর (ত্রিপুরা), ১১ জুলাই (হি.স.) : ছাত্রীদের সুপ্ত প্রতিভাগুলি জনসমক্ষে তুলে ধরার একটি বিরাট প্ল্যাটফর্মের নাম কিশোরী উৎকর্ষ মঞ্চ। শুক্রবার গোমতী জেলার উদয়পুরে রাজর্ষী প্রেক্ষাগৃহে গোমতী জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চের সূচনা করে এই কথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, জেলা শিক্ষা আধিকারিক কল্যাণ ভদ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার থেকে উদয়পুরে রাজর্ষী প্রেক্ষাগৃহে গোমতী জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ শুরু হয়েছে। সমগ্র শিক্ষার গোমতী জেলা শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই কিশোরী উৎকর্ষ মঞ্চের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠানের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী তিথি দেববর্মনকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এই ধরনের অনুষ্ঠানের মূল লক্ষ্য হল উৎকর্ষতার নিরিখে কিশোরীদের একটা প্ল্যাটফর্ম দেওয়া । তিনি বলেন, প্রত্যেক শিশুই জন্মগতভাবে কিছু না কিছু গুণ নিয়ে আসে। এই গুণগুলিকে বিকশিত করার দায়িত্ব পরিবারের এবং শিক্ষাঙ্গনের।

তিনি আরও বলেন, প্রত্যেক প্রতিভার বিকাশের জন্য একটি প্ল্যাটফর্ম চাই। এতে মেয়েদের অংশগ্রহণের একটা সুযোগ আসে। যেখানে তাদের সুপ্ত প্রতিভাগুলি জনসম্মুখে উঠে আসে, এতে তাদের আস্থা আরও বেড়ে যায়। তেমনই তাদের একটা আত্মপরিচয় দেওয়ার সুযোগ হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande