গলায় ছুরি ধরে মহিলার স্বর্ণের চেইন ছিনতাই উদয়পুরে
উদয়পুর (ত্রিপুরা), ১১ জুলাই (হি.স.) : গলায় ছুরি ধরে বৃদ্ধ মহিলার স্বর্ণের চেইন ছিনতাই করা হয়েছে শুক্রবার বিকালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুর মহকুমার রাধা কিশোরপুর থানার অধীন রাজারবাগ এলাকায়। ছিনতাইয়ের শিকার হওয়া বৃদ্ধ মহিলা জানিয়েছেন
দুই ছিনতাইকারী


উদয়পুর (ত্রিপুরা), ১১ জুলাই (হি.স.) : গলায় ছুরি ধরে বৃদ্ধ মহিলার স্বর্ণের চেইন ছিনতাই করা হয়েছে শুক্রবার বিকালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুর মহকুমার রাধা কিশোরপুর থানার অধীন রাজারবাগ এলাকায়।

ছিনতাইয়ের শিকার হওয়া বৃদ্ধ মহিলা জানিয়েছেন, বড় ছেলের বাড়ি থেকে ছোট ছেলের বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটেছে। তিনি রাজারবাগ এলাকায় পৌঁছলে পেছন থেকে দুই যুবক একটি বাইক নিয়ে এসে তাঁর সামনে দাঁড়ায়। এক যুবক তাঁর গলায় ধারালো ছুরি ধরে এবং অন্য যুবক গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেয়।

তিনি চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে অদৃশ্য হয়ে যায়। পরে ওই বৃদ্ধ মহিলার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং খবর দেওয়া হয় রাধাকিশোর পুর থানায়। রাধা কিশোর পুর থানার পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে যায় এবং বিভিন্ন এলাকায় পুলিশের পেট্রোলিং পার্টিকে পাঠিয়ে খোঁজার চেষ্টা করা হয়। কিন্তু, কোন সাফল্য আসেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় ব্যাপাক হারে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এক্ষেত্রে দিনদুপুরেও অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। সুযোগ পেলেই ছিনতাই করা হয়। কখনো আগ্নেয়াস্ত্র, কখনো ধারালো অস্ত্রের মুখে এইসব ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande