মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৫
রাজগড়, ১২ জুলাই (হি. স.): মধ্যপ্রদেশের রাজগড় জেলাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, শনিবার ভোররাতে দেহরিবামন গ্রামের কাছে জাতীয় সড়কে। জানা গেছে,খারগোন থেকে গুনার দিকে যাওয়া একটি বোলেরো গাড়ি আচমকাই সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। দুর্ঘটন
দুর্ঘটনায়


রাজগড়, ১২ জুলাই (হি. স.): মধ্যপ্রদেশের রাজগড় জেলাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, শনিবার ভোররাতে দেহরিবামন গ্রামের কাছে জাতীয় সড়কে। জানা গেছে,খারগোন থেকে গুনার দিকে যাওয়া একটি বোলেরো গাড়ি আচমকাই সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িচালক সহ দু’জনের মৃত্যু হয়, গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন, যাঁদের মধ্যে তিনজন মহিলা।

পুলিশ সূত্রে জানে গেছে, মৃতদের মধ্যে রয়েছেন চালক মুকেশ গৌন্ড (৪৫) এবং যাত্রী দেবীসিংহ (৪৬)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় চালকের ঘুম চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে গাড়ির ধাক্কা লাগে।

এক পুলিশ আধিকারিক জানান, দুর্ঘটনার সময় গাড়িতে এক পরিবারের মোট সাতজন ছিলেন। সকলে গুনার সিরসি এলাকার বাসিন্দা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেবীসিংহের মৃত্যু হয়। তিনি আরও জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande