ভাগলপুরে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু
ভাগলপুর, ১২ জুলাই (হি.স.) : শনিবার মেহরামা ব্লকের বলবাড্ডা থানা এলাকার গজান্ডা গ্রামের এক বাসিন্দা স্থানীয় পুকুরে স্নান করে দিয়ে জলে ডুবে মারা যান। মৃতের নাম প্রমোদ রাই(৩০)। জানা গিয়েছে, প্রমোদ বিবাহিত ছিলেন, কিন্তু পারিবারিক কারণে তার স্ত্রী তাকে ছ
ভাগলপুরে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু


ভাগলপুর, ১২ জুলাই (হি.স.) : শনিবার মেহরামা ব্লকের বলবাড্ডা থানা এলাকার গজান্ডা গ্রামের এক বাসিন্দা স্থানীয় পুকুরে স্নান করে দিয়ে জলে ডুবে মারা যান। মৃতের নাম প্রমোদ রাই(৩০)।

জানা গিয়েছে, প্রমোদ বিবাহিত ছিলেন, কিন্তু পারিবারিক কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। সে তার বৃদ্ধা মায়ের সঙ্গে থাকতেন। স্থানীয়দের মতে, তিনি কখন এবং কীভাবে বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়েছিলেন সে সম্পর্কে কেউ কিছু জানে না। গ্রামে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর গ্রামের এক ব্যক্তি বাড়ির কাছের পুকুরে তার দেহ ভাসতে দেখেন। গ্রামবাসীদের সহায়তায় পুকুর থেকে দেহটি বের করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande