কলকাতা, ১২ জুলাই (হি.স.): যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে, রেল কর্তৃপক্ষ মালদা টাউন এবং এসএমভিবি-র (স্যার এম.
বিশ্বেশ্বরায়া বেঙ্গালুরু) মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
যাত্রীদের অতিরিক্ত ভিড় কমানো এবং মসৃণ এবং সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করা। ০৬৫৬৫ এসএমভিবি বেঙ্গালুরু -মালদা টাউন স্পেশাল ১৩.৭.২০২৫ তারিখে ২৩:৪০ টায় এসএমভিবি বেঙ্গালুরু থেকে ছেড়ে তৃতীয় দিন বিকাল ৪:৩০ টায় মালদা শহরে পৌঁছাবে।
০৬৫৬৬ মালদা টাউন - এসএমভিবি বেঙ্গালুরু স্পেশাল মালদা টাউন থেকে বিকাল ৪:০০ টায় ছেড়ে যাবে। ১৬.৭.২০২৫ তারিখে এসএমভিবি বেঙ্গালুরুতে তৃতীয় দিনে ১২:৪৫ মিনিটে পৌঁছাবে।
ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান এবং ডানকুনি স্টেশন সহ ২৮টি স্টেশনে থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণী, স্লিপার শ্রেণী এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত