পরিশ্রম ও সততা বজায় থাকলেই জীবনে সফল হওয়া যায় : মন্ত্রী সুধাংশু
ফটিকরায় (ত্রিপুরা), ১২ জুলাই (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায়ে অনুষ্ঠিত হল মাদক বিরোধী সচেতনতা মূলক অনুষ্ঠান। কুমারঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফটিকরায় নজরুল কলাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন তপশিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। নেশা স
মন্ত্রী সুধাংশু দাস


ফটিকরায় (ত্রিপুরা), ১২ জুলাই (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায়ে অনুষ্ঠিত হল মাদক বিরোধী সচেতনতা মূলক অনুষ্ঠান। কুমারঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফটিকরায় নজরুল কলাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন তপশিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাস।

নেশা সমাজের একটি অভিশাপ। সেই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বার্তা নিয়ে শনিবার কুমারঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফটিকরায়ে অনুষ্ঠিত হল মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান। গাছের গোড়ায় জল দিয়ে ফটিকরায় নজরুল কলাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন তপশিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুবসমাজকে চরিত্রবান হবার পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, খারাপ নেশা যাদের আকৃষ্ট করেনি তারাই সৎ এবং চরিত্রবান হয় জীবনে। তিনি বলেন, পৃথিবীতে যত সফল ব্যক্তি রয়েছেন তাঁরা কোনদিনও নেশা করেনি। নিজের ব্যক্তি জীবনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, তিনি নিজেও একজন সফল ব্যক্তি। তিনি বলেন, আমি আমার জীবনে এক ফোঁটা মদ কোনদিন খেয়ে দেখিনি, তাই আমি আজ জীবনে সফল হতে পেরেছি। তিনি বলেন পরিশ্রম এবং সততা বজায় থাকলেই জীবনে সফল হওয়া যায়। আর নেশা থেকে দূরে থাকলে তবেই সততা আর পরিশ্রমকে বজায় রাখা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুমতি দাস, কুমারঘাট ব্লকের বিডিও ডঃ সুদীপ ভৌমিক, মহকুমা স্বাস্থ্য আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা।

বক্তব্য রাখতে গিয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুচরিৎ চাকমা বলেন, মাদকের কুপ্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। তবেই সুরক্ষিত থাকবে আমাদের ভবিষ্যৎ। তিনি বলেন, যুব সমাজ অত্যন্ত উদ্যমী। তাদের ঘরে বসিয়ে রাখা যাবে না। তাদের সবসময় কোন না কোন কাজ দিতে হয়।

তিনি বলেন, যুব সমাজের উদ্যমী মনোভাবকে খেলার মাঠের দিকে প্রভাবিত করতে কেউই উদ্যোগী নন। এবিষয়ে সমাজের অবিভাবকদের এগিয়ে আসার বার্তা দেন তিনি। ফটিকরায় মাঠে বড় বড় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তাতে স্থানীয় খেলোয়াড়দের উপস্থিতি ছিল অনেকটাই কম। তাদের মাঠমুখী করার বার্তা দেন তিনি।

অনুষ্ঠানে এলাকার পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং বিদ্যালয় পড়ুয়ারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চে এলাকার মোট ২৯ টি ক্লাবকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় আয়োজকদের তরফ থেকে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande