তৃণমূল নেতা খুনে আইএসএফ-কে তোপ শওকতের, পাল্টা দিলেন নওশাদ
দক্ষিণ ২৪ পরগনা, ১২ জুলাই (হি.স.): তৃণমূল নেতা খুনের ব্যাপারে আইএসএফ-কে তোপ বিধায়ক শওকতের। পাল্টা দিলেন আইএসএফ বিধায়ক। শনিবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নিহতের বাড়িতে যান। অভিযোগ করেন, “আইএসএফের বাড়ি থেকে আগেও অনেক বোমা, অস্ত্র উদ্
তৃণমূল নেতা খুনে আইএসএফ-কে তোপ শওকতের, পাল্টা দিলেন নওশাদ


দক্ষিণ ২৪ পরগনা, ১২ জুলাই (হি.স.): তৃণমূল নেতা খুনের ব্যাপারে আইএসএফ-কে তোপ বিধায়ক শওকতের। পাল্টা দিলেন আইএসএফ বিধায়ক।

শনিবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নিহতের বাড়িতে যান। অভিযোগ করেন, “আইএসএফের বাড়ি থেকে আগেও অনেক বোমা, অস্ত্র উদ্ধার হয়েছে। সমাজবিরোধী আইএসএফ অস্ত্রের কারখানা তৈরি করেছে। বিরোধী দলের কিছু দালাল আছে যারা নোংরামি করে। যারা সমাজবিরোধীদের উৎসাহ দিতে দালালি করে। তাদের বলব দালালি বন্ধ করুন। নোংরামি বন্ধ করতে হবে।”

এই ঘটনার নেপথ্যে আইএসএফের যোগসাজশের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “বোমা, গুলিমুক্ত ভাঙড় হোক এটাই চাই। তবে শওকত মোল্লা এখন রাজনীতি করছেন।” সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

এই খুনের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। জারি রয়েছে তদন্ত। শুক্রর পর শনিবারও ঘটনাস্থল ঘুরে তথ্য সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মেটাল ডিটেক্টর দিয়ে চলে পরীক্ষা নিরীক্ষা। অভিযুক্তদের খোঁজ পেতে উত্তর কাশীপুর থানার পুলিশ নিহত তৃণমূল নেতার কললিস্টও খতিয়ে দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande