নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): আজ শনিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশের দক্ষিণ ভারতের সুন্দর রাজ্য কেরলে দলের রাজ্য সদর দফতরের উদ্বোধন করবে। সদর দফতরের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন এটি প্রস্তুত। সকাল সাড়ে ১০টার দিকে নবনির্মিত রাজ্য সদর দফতরের উদ্বোধন করবেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।
বিজেপি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অমিত শাহের ছবি-সহ এই তথ্য ভাগ করেছে। কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের কেজি মারার রোডে বিজেপির রাজ্য সদর দফতর তৈরি করা হয়েছে। এদিন উদ্বোধনের পর শাহ পুথারিকান্দম মাঠে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি বিকেল ৪:৩০ টায় কান্নুর যাবেন। সেখানে তিনি বিখ্যাত থালিপারম্বা রাজরাজেশ্বরী মন্দিরে পূজা করবেন। আজই তাঁর দিল্লি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া