তিরুবনন্তপুরম, ১২ জুলাই (হি.স.): তিরুবনন্তপুরমে শনিবার বিজেপির কেরল ইউনিটের প্রধান কার্যালয়ের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরল বিজেপির সভাপতি রাজীব চন্দ্রশেখরও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এলডিএফ (বাম গণতান্ত্রিক ফ্রন্ট) এবং ইউডিএফ (ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট)-এর ইতিহাস দুর্নীতিগ্রস্ত সরকারের মতো। এলডিএফ বিস্ফোরক কেলেঙ্কারি, সমবায় ব্যাঙ্ক কেলেঙ্কারি, এআই ক্যামেরা কেলেঙ্কারি, লাইফ মিশন কেলেঙ্কারি, পিপিই কিট কেলেঙ্কারি এবং ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি - রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সোনা চোরাচালান কেলেঙ্কারি করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি এবং সিপিআই (এম) উভয়ই ক্যাডার-ভিত্তিক দল, তবে উভয়ের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। কেরলে রাজ্যের উন্নয়নের চেয়ে ক্যাডার কল্যাণ বড়, অন্যদিকে বিজেপির কাছে ক্যাডারের চেয়ে বিকশিত কেরলমই বেশি গুরুত্বপূর্ণ। অমিত শাহ আরও বলেছেন, কেরলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মোদীর তিনটি মূল দৃষ্টিভঙ্গি রয়েছে - দুর্নীতিমুক্ত শাসন, সরকারি প্রকল্পে কোনও বৈষম্য নয় এবং রাজনৈতিক সুবিধার বাইরে কেরলের উন্নয়ন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ