কুনোতে ফের মৃত্যু চিতার, মারা গেল ৮ বছরের নভা
ভোপাল, ১২ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আবারও মৃত্যু হল এক চিতার। কুনো জাতীয় উদ্যানে ৮ বছর বয়সী নামিবিয়ান চিতা নভা শনিবার মারা গিয়েছে, সম্ভবত এক সপ্তাহ আগে শিকারের চেষ্টা করার সময় সে আহত হয়েছিল। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, নভা, ৮
কুনোতে ফের মৃত্যু চিতার, মারা গেল ৮ বছরে নভা


ভোপাল, ১২ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আবারও মৃত্যু হল এক চিতার। কুনো জাতীয় উদ্যানে ৮ বছর বয়সী নামিবিয়ান চিতা নভা শনিবার মারা গিয়েছে, সম্ভবত এক সপ্তাহ আগে শিকারের চেষ্টা করার সময় সে আহত হয়েছিল।

উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, নভা, ৮ বছর বয়সী নামিবিয়ান মেয়ে চিতা, শনিবার মারা গিয়েছে। সম্ভবত এক সপ্তাহ আগে সে গুরুতর আহত হয়েছিল, শিকারের চেষ্টা করার সময়। এক সপ্তাহ ধরে সে চিকিৎসাধীন ছিল, কিন্তু তার আঘাতের কারণে মারা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande