কলকাতা, ১২ জুলাই (হি.স.) : শনিবার টালিগঞ্জে কলকাতা পুরসভার ১০০ ওয়ার্ডে 'বৈষ্ণবঘাটা উদয় সংঘ'-র রক্তদান ও স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ক্লাবটির প্রায় সকলেই মূলত প্রবীন।
এই ক্লাবের বৈশিষ্ট্য— ক্লাব পরিচালনা করেন ৮০ বছরের ঊর্ধ্বে ১১ জন, ৭৫ বছরের ঊর্ধ্বে ২২ জন, ৭০ বছরের ঊর্ধ্বে ৩২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ৫৫ জন। এই বয়োজ্যেষ্ঠ মানুষেরা সারা বছর অঞ্চলের মানুষদের পাশে থেকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন। সত্যিই একটা দৃষ্টান্ত। উপস্থিত ছিলেন স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস।
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত