তাইপে, ১২ জুলাই(হি. স.): তাইওয়ান ঘিরে ফের আগ্রাসী তৎপরতা শুরু করেছে চিন। শনিবার সকালে তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় তাদের আকাশসীমার (এডি আইজেড) কাছাকাছি চিন ১৪টি যুদ্ধবিমান, ৯টি সেনা-জাহাজ এবং একটি সরকারি জাহাজ পাঠিয়েছে। এর মধ্যে অন্তত ৯টি বিমান সরাসরি ‘মিডলাইন’ অতিক্রম করে উত্তর ও পূর্ব তাইওয়ান আকাশসীমায় ঢুকে পড়ে।
ঘটনার তীব্রতা বুঝে সঙ্গে সঙ্গে ফাইটার জেট, নৌসেনা এবং উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে প্রতিরোধ গড়ে তোলে তাইওয়ান সেনা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক্স-এ জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী যথাযথ সামরিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে তাইপে টাইমস-এর দাবি, চিন তাদের একটি সরকারি জাহাজ দিয়ে গুয়ামের আশেপাশে সমুদ্রতল মানচিত্র তৈরির কাজ করছে। এর পিছনে সামরিক কৌশল থাকতে পারে বলেই আশঙ্কা আন্তর্জাতিক মহলের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য