মুম্বই, ১২ জুলাই(হি. স.): একই দিনে মুক্তি পেয়েছিল রাজকুমার রাওয়ের ‘মালিক’ আর বিক্রান্ত ম্যাসি ও শনায়া কাপুরের ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’। প্রথম দিনের বক্স অফিসে অনেকটাই এগিয়ে গেল ‘মালিক’। জানা গেছে, এই ছবিটি প্রথম দিনেই ৩.৩৫ কোটি টাকা রোজগার করেছে। রাজকুমার রাওয়ের গ্যাংস্টার চরিত্রে অভিনয় বেশ প্রশংসা পাচ্ছে।
অন্যদিকে শনায়া কাপুরের প্রথম ছবি ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ আয় করেছে মাত্র ৩৫ লক্ষ টাকা। সব আশা এখন সপ্তাহান্তের দিকে তাকিয়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য