শালকুমারহাটে অবৈধ সম্পর্কের জেরে দম্পতির মধ্যে বিবাদ, আত্মঘাতী স্ত্রী
আলিপুরদুয়ার, ১২ জুলাই (হি.স.) : কাকা শ্বশুরের সঙ্গে স্ত্রীকে অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলেন পেশায় এক গাড়িচালক স্বামী! তারপর স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি হয়। সেই অশান্তির জেরে আত্মঘাতী স্ত্রী। নিহতের নাম সাবিত্রী রায়। আলিপুরদুয়ার এক নম্বর ব্লকে
দেহ উদ্ধার


আলিপুরদুয়ার, ১২ জুলাই (হি.স.) : কাকা শ্বশুরের সঙ্গে স্ত্রীকে অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলেন পেশায় এক গাড়িচালক স্বামী! তারপর স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি হয়। সেই অশান্তির জেরে আত্মঘাতী স্ত্রী। নিহতের নাম সাবিত্রী রায়। আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমারহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়িয়া গ্রামে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলাবাড়িয়া গ্রামের বাসিন্দা নরেন রায় এবং সাবিত্রী রায় স্বামী-স্ত্রী। তাদের এক ছেলে এবং এক মেয়ে আছে। মেয়ের বিয়ে হয়েছে এক বছর আগে। নরেন তার কাকার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার, কাজ থেকে বাড়ি ফিরে তিনি তার স্ত্রীকে কাকার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখেন। এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। ঝগড়ার সময় নরেন তার স্ত্রীকে মারধর করে। এই অপমানের কারণে তার স্ত্রী সাবিত্রী বাড়ি ছেড়ে চলে যান। শনিবার সকালে পাশের জঙ্গলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সাবিত্রীর মৃতদেহ পাওয়া যায়। যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে প্রতিবেশী কাকা পলাতক। তার মোবাইল ফোনও বন্ধ। এদিকে, খবর পেয়ে সোনাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande