ম্যানেজমেন্ট পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে বাবা'র বক্তব্যে জটিলতা
কলকাতা, ১২ জুলাই (হি. স.) : জোকা''তে শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজমেন্টের এক পড়ুয়াকে ধর্ষণের ঘটনা নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তের কাজে নামে পুলিশ। এদিকে, নির্যাতিতার বাবার বক্তব্যে গতরাতের ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ
ম্যানেজমেন্ট পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে বাবা'র বক্তব্যে জটিলতা


কলকাতা, ১২ জুলাই (হি. স.) : জোকা'তে শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজমেন্টের এক পড়ুয়াকে ধর্ষণের ঘটনা নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তের কাজে নামে পুলিশ। এদিকে, নির্যাতিতার বাবার বক্তব্যে গতরাতের ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সংক্ষেপে আই আই এম কাণ্ডের ঘটনায় অন্য মোড়। নির্যাতিত পড়ুয়ার বাবার বক্তব্যেই অসঙ্গতি ধরা পড়েছে। তিনি এই প্রসঙ্গে বলেন, গতকাল রাত ৯:৩৪ মিনিট নাগাদ ফোন আসে। এরপর তাঁর মেয়ে যেখানে স্টাডি করে সেখানে জরুরি কাগজ নিয়ে দিতে যায়। আবার পরক্ষণেই জানান, সেখানে যাতায়াতের পথেই অটো থেকে পড়ে গিয়েছিল। এবং অসুস্থ হয়ে পড়েছিল। শনিবার সকালে প্রচার মাধ্যমের প্রতিনিধিদের কাছে এক প্রশ্নের উত্তরে জানান তিনি - এসএসকেএম হাসপাতালে নিউরোলজিস্ট বিভাগে সে রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরপর আমার মেয়ের ব্যাপারে পরবর্তীকালে জানতে পারি যে, হরিদেবপুর থানা তাঁকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি আরও জানান, মেয়ে আমাকে বাড়িতে ফিরে আসার পর সে জানিয়েছে মেয়ের সঙ্গে ধর্ষণের মতন কোনও ঘটনা ঘটেনি। মেয়ে বাড়িতেই ফেরার পর সে বাবা'কে আরও জানায় - তাঁর সঙ্গে এমন কোনও ঘটনা ঘটেনি বা শারীরিক নির্যাতন করেনি। এই ঘটনায় সংশ্লিষ্ট গ্রেফতার হয়েছে জানার পর ম্যানেজমেন্ট পড়ুয়া ছাত্রীর বাবা' র জোরালো দাবি সহ জানিয়েছেন - তাঁর সঙ্গে মেয়ের কোনও সম্পর্ক নেই। তিনি এদিন দুপুরে বাড়িতে বসেই আরো বলেন যে, মেয়ের সঙ্গে পরিষ্কার করে কথা এখনো বলা সম্ভব হয় নি। হরিদেবপুর থানার পুলিশ মেয়েকে কোথা থেকে খুঁজে পেয়েছেন সেটাও জানা নেই।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande