রামবান, ১২ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫। আহত আরও একজনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। এসএসপি কুলবীর সিং বলেছেন, শুক্রবার রাত ৮টা নাগাদ পোখরাল থেকে সেনাপতির দিকে যাওয়ার পথে ৬ জন যাত্রী নিয়ে একটি গাড়ি প্রায় ২০০ মিটার ঢাল বেয়ে পড়ে যায়, এই দুর্ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে (আরও একজনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ৫)। দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পর জানা যাবে। উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে পৌঁছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রামবান জেলার উখরাল পোগাল পরিস্তান তালুকায়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ