তিরুবনন্তপুরম, ১২ জুলাই (হি.স.): ফের একবার নকশালবাদ-মুক্ত ভারত গঠনের অঙ্গীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কেরলের তিরুবনন্তপুরমে অমিত শাহ বলেছেন, ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে ভারত নকশালবাদ মুক্ত হবে। প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি ছাড়া অন্য কেউ সন্ত্রাসবাদের জবাব দিতে পারবে না। আমরা উরি হামলার জবাব দিয়েছি সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে, পুলওয়ামা হামলার জবাব বিমান হামলা দিয়ে দিয়েছি, 'অপারেশন সিন্দুর সে ঘর মে ঘুস কে মারা'।
অমিত শাহ আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কংগ্রেস সরকারের চেয়ে অনেক গুণ বেশি অর্থ কেরলের জন্য ছেড়েছে। আমি এখন বিজেপির প্রধান কার্যালয়ের মাধ্যমে জনসমক্ষে এই বিষয়ে সমস্ত বিবরণ প্রকাশ করব। অমিত শাহ বলেছেন, আমি কেরলের ভোটারদের বলতে এসেছি, ২০২৬ সালের নির্বাচন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি-এনডিএ সরকার গঠনের জন্য লড়া হবে। কেরলের অনেক নিবেদিতপ্রাণ কর্মী মহান ত্যাগ স্বীকার করেছেন। তাদের সকলের স্বপ্ন ছিল একটিই - কেরলে বিজেপি-এনডিএ সরকার দেখার। এখন, সেই স্বপ্ন পূরণের সময় এসেছে।
অমিত শাহ আরও বলেন, আমরা যে বিকশিত কেরলের কল্পনা করি তা প্রধানমন্ত্রী মোদীর তিনটি মূল নীতির উপর ভিত্তি করে তৈরি। প্রথম - দুর্নীতিমুক্ত শাসন। দ্বিতীয় - সরকারি প্রকল্পগুলিতে কোনও বৈষম্য না করা। তৃতীয় - ভোট ব্যাংকের রাজনীতির ঊর্ধ্বে উঠে কেবল কেরলের উন্নয়নের দিকে মনোনিবেশ করা।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ