নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): বিগত ১১ বছরে সর্বক্ষেত্রে অগ্রগতি করেছে দেশ। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, আমাদের দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। গত ১১ বছরে দেশ প্রতিটি ক্ষেত্রেই অগ্রগতি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে, রোজগার মেলার অধীনে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থায় ৫১,০০০-এরও বেশি নবনিযুক্ত চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র বিতরণ করেন। সারা দেশে রোজগার মেলার মাধ্যমে এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি নিয়োগপত্র বিতরণ করা হয়েছে। ১৬-তম রোজগার মেলা সারা দেশের ৪৭টি স্থানে অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, অপারেশন সিন্দুরের পর প্রতিরক্ষা উৎপাদন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমাদের প্রতিরক্ষা উৎপাদন ১.২৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রীর কথায়, এই ধরনের রোজগার মেলার মাধ্যমে লক্ষ লক্ষ যুবক কর্মসংস্থান পেয়েছে এবং দেশের উন্নয়নে অবদান রাখছে। কেউ কেউ দেশকে রক্ষা করবে, কেউ 'সকলের জন্য সাহায্য'-এর যোদ্ধা, কেউ আর্থিক অন্তর্ভুক্তি মিশনকে শক্তিশালী করবে, এবং আরও অনেকে দেশের শিল্প উন্নয়নকে বাড়িয়ে তুলবে। আপনাদের বিভাগগুলি আলাদা, কিন্তু লক্ষ্য দেশের সেবা।
প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, ভারত সরকারের লক্ষ্য বেসরকারি ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সম্প্রতি, সরকার একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে - কর্মসংস্থান লিঙ্কড ইনসেনটিভ প্রকল্প। এই প্রকল্পের আওতায়, সরকার বেসরকারি সেক্টরে তাদের প্রথম চাকরি নিশ্চিতকারী যুবকদের ১৫,০০০ টাকা প্রদান করবে, যার অর্থ সরকার তাদের প্রথম চাকরির প্রথম বেতনে অবদান রাখবে। এর জন্য, সরকার প্রায় ১ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে এবং এই প্রকল্পটি প্রায় ৩.৫ কোটি কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে। এখন ভারতের সবচেয়ে বড় শক্তিগুলির মধ্যে একটি হল আমাদের উৎপাদন ক্ষেত্র। উৎপাদন ক্ষেত্রে প্রচুর সংখ্যক নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে, আমরা মেক ইন ইন্ডিয়া অভিযানকে শক্তিশালী করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ