হরিদ্বার, ১২ জুলাই (হি.স.): শনিবার পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় দিনে এসডিআরএফ দল দুটি ভিন্ন ঘাটে ডুবে থাকা তিন কানওয়ার যাত্রীকে উদ্ধার করে তাদের জীবন বাঁচিয়ে দিল। প্রেম নগর আশ্রম ঘাটে স্নান করতে থাকা উত্তর প্রদেশের প্রমোদের ছেলে আদর্শ (১৬) হঠাৎ গঙ্গার তীব্র স্রোতে ভেসে যায়। ঘাটে মোতায়েন এসডিআরএফ দল সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে কিশোরকে উদ্ধার করে আনে। এসডিআরএফের ডেপুটি ইন্সপেক্টর আশীষ ত্যাগী, এএসআই দীপক মেহতা, কনস্টেবল কপিল কুমার, সাগর কুমার, নবীন বিষ্ট, সুভাষ এবং অঙ্কিত উদ্ধার অভিযানে অংশ নেন।
অন্যদিকে এসডিআরএফ দল কাংড়া ঘাটে দুই কানওয়ার যাত্রীকে ডুবে যাওয়া থেকে রক্ষা করে। প্রথম যুবক রিঙ্কু (৩২), হরিয়ানার করনালের বাসিন্দা এবং দ্বিতীয় যুবক লোকেন্দ্র (২৩), উত্তর প্রদেশের আমরোহার বাসিন্দা , গভীর জলে ভেসে যেতে শুরু করে। সতর্ক এসডিআরএফের কর্মীরা দুজনকেই নিরাপদে উদ্ধার করে আনেন।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া