কলকাতা, ১২ জুলাই (হি.স.): শ্রাবণী মেলা চলাকালীন আসানসোল এবং জয়নগরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি শুক্র, রবিবার এবং মঙ্গলবার 05597 জয়নগর – আসানসোল শ্রাবণী মেলা স্পেশাল জয়নগর ছাড়ছে রাত ৯ টায়। ১১. ০৮.০৮.২০২৫ (১৩টি ট্রিপ) পর্যন্ত চলবে। ট্রেন ছাড়ার পরের দিন ১১:৩০ টায় আসানসোল পৌঁছানোর কথা।
০৫৫৯৮ আসানসোল-জয়নগর শ্রাবণী মেলা স্পেশাল ১২.০৭.২০২৫ থেকে ০৯.০৮.২০২৫ (১৩টি ট্রিপ) প্রতি শনি, সোমবার এবং বুধবার আসানসোল থেকে দুপুর ১:০০ মিনিটে ছাড়বে। ছাড়ার তৃতীয় দিনে ০৬:০০ মিনিটে জয়নগর পৌঁছানোর কথা। বিশেষ ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ এবং সিমুলতলা স্টেশনে থামবে।
ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস থাকার ব্যবস্থা থাকবে।
পূর্ব রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত