ভাগলপুর এবং রাঁচির মধ্যে শ্রাবণী মেলা স্পেশাল চালানোর সিদ্ধান্ত
হাওড়া, ১২ জুলাই (হি.স.): যাত্রীদের প্রত্যাশিত ভিড় কমাতে, রেল কর্তৃপক্ষ ভাগলপুর এবং রাঁচির মধ্যে শ্রাবণী মেলা স্পেশাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মেলার সময় অতিরিক্ত যাত্রীদের ভিড় সামলাতে এই বিশেষ ট্রেনটি অতিরিক্ত সহায়তা করবে। ০৮৬১০ রাঁচি - ভাগলপুর
ভাগলপুর এবং রাঁচির মধ্যে শ্রাবণী মেলা স্পেশাল চালানোর সিদ্ধান্ত


হাওড়া, ১২ জুলাই (হি.স.): যাত্রীদের প্রত্যাশিত ভিড় কমাতে, রেল কর্তৃপক্ষ ভাগলপুর এবং রাঁচির মধ্যে শ্রাবণী মেলা স্পেশাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মেলার সময় অতিরিক্ত যাত্রীদের ভিড় সামলাতে এই বিশেষ ট্রেনটি অতিরিক্ত সহায়তা করবে।

০৮৬১০ রাঁচি - ভাগলপুর শ্রাবণী মেলা স্পেশাল ১২.০৭.২০২৫ থেকে ১১.০৮.২০২৫ (১০টি ট্রিপ) প্রতি শনি ও সোমবার রাত ৯:০০ টায় রাঁচি থেকে ছেড়ে পরের দিন দুপুর ১:০০ টায় ভাগলপুর পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলের আওতাধীন আভাইপুর, জামালপুর এবং সুলতানগঞ্জ স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস থাকার ব্যবস্থা থাকবে।

০৮৬০৯ ভাগলপুর – রাঁচি শ্রাবণী মেলা স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার ও মঙ্গলবার ১৩.০৭.২০২৫ থেকে ১২.০৮.২০২৫ (১০টি ট্রিপ) ভাগলপুর থেকে দুপুর ১:৫০ মিনিটে ছেড়ে পরের দিন ০৫:৪৫ মিনিটে রাঁচিতে পৌঁছাবে। বিশেষ ট্রেনটি পূর্ব রেলওয়ের বরহাট, বাঁকা, দেওঘর এবং জাসিডিহ স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস থাকার ব্যবস্থা থাকবে।

০৮৬০৯ ভাগলপুর – রাঁচি শ্রাবণী মেলা স্পেশাল ট্রেনের বুকিং টিকিটের কাউন্টার (পিআরএস) এবং ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাবে।

উল্লেখ্য যে, প্রতি বুধবার ০৮৬১০ রাঁচি – ভাগলপুর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন এবং প্রতি বৃহস্পতিবার ০৮৬০৯ ভাগলপুর – রাঁচি শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande