যুক্ত হবে ৪৯টি গ্রাম পঞ্চায়েত, গ্রেটার আগরতলা হচ্ছে পুর নিগম
আগরতলা, ১২ জুলাই (হি.স.) : পরিসর বৃদ্ধি করে আগরতলা পুর নিগমকে গ্রেটার আগরতলায় রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। আগরতলা পুর নিগম এলাকার সাথে যুক্ত হচ্ছে আরও ৪৯টি গ্রাম পঞ্চায়েত। সিদ্ধান্তটি চূড়ান্ত না হলেও সংশ্লিষ্ট বিষয়ে একটি বেস
পুর নিগমের অফিস


আগরতলা, ১২ জুলাই (হি.স.) : পরিসর বৃদ্ধি করে আগরতলা পুর নিগমকে গ্রেটার আগরতলায় রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। আগরতলা পুর নিগম এলাকার সাথে যুক্ত হচ্ছে আরও ৪৯টি গ্রাম পঞ্চায়েত। সিদ্ধান্তটি চূড়ান্ত না হলেও সংশ্লিষ্ট বিষয়ে একটি বেস ম্যাপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

২০২৬ সালেই আগরতলা পুর নিগমের নির্বাচন। আর এই নির্বাচনের আগে আগরতলা পুর নিগমের পরিসর বৃদ্ধি করার বিষয় নিয়ে প্রশাসনিক আলোচনা চলছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে ইতিমধ্যেই এক দফা আলোচনা হয়েছে। এই সভায় গ্রেটার আগরতলা বা বৃহত্তর আগরতলা করার পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারের এই বিষয়টি নিয়ে আগরতলা পুর নিগমও একটি বৈঠক করে নিয়েছে।

বৈঠকে কর্পোরেটরদের সাথে আলোচনাক্রমে একটি বেস ম্যাপ তৈরি করা হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়র জানান, রাজ্য সরকার পরে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে তা ঘোষণা করা হবে।

মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আরও জানান, আগামী কুড়ি বছরকে সামনে রেখে শহরের জনসংখ্যা কত হতে পারে, মানুষের প্রয়োজনীয়তা কি কি থাকতে পারে, কি কি সমস্যা থাকতে পারে, সমস্যা সমাধানের জন্য কি ধরনের বিকল্প ব্যবস্থা রাখা যায় এই বিষয়গুলি সামনে রেখেই গ্রেটার আগরতলা তৈরির মাস্টার প্ল্যান রচনা করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের সাথে আরও ৪৯টি গ্রাম পঞ্চায়েতকে যুক্ত করে বৃহত্তর আগরতলা গঠন করার আলোচনা চলছে। বৃহত্তর আগরতলায় শিল্প স্থাপন, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ স্থাপন এবং মেট্রোরেলের ব্যবস্থা রাখা হবে। মেয়র জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এদিন সংশ্লিষ্ট বিষয়ে ইঙ্গিত দিয়ে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, শহরের পশ্চিম দিকে বাংলাদেশ সীমান্ত। তাই এদিকে শহরের পরিসর বৃদ্ধি করার কোন ব্যবস্থা নেই। শহরের উত্তর দিক, পূর্ব দিক এবং দক্ষিণ দিকে পরিসর বৃদ্ধি করা হবে। তিনি আরও ইঙ্গিত দেন ঊষা বাজার, মসলিশপুরের আগ পর্যন্ত, সূর্যমনি নগর এবং বাধারঘাটের কিছু অংশ গ্রেটার আগরতলার অধীনে নিয়ে আসা হবে।

প্রসঙ্গত, বর্তমানে আগরতলা পুর নিগমের মোট পরিধি ৬২.০২ বর্গ কিলোমিটার। শহরের এই পরিধি বৃদ্ধি পেয়ে ৭৫ বর্গ কিলোমিটার হচ্ছে বলে বিভিন্ন মহলের অভিমত। গ্রেটার আগরতলায় ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ৬৫টি হচ্ছে বলেও জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande