জয়পুর, ১২ জুলাই (হি.স.): শনিবার সকালে আমের থানা এলাকায় একটি দ্রুতগামী গাড়ি বাইকে ধাক্কা দিলে তিন আরোহী গুরুতরভাবে জখম হন। দুর্ঘটনার পর গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকেরা তাকে ধাওয়া করে ধরে ফেলে। চালক মদ্যপ ছিলেন বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, আমের থানা থেকে দুই কিলোমিটার দূরে জলের ট্যাঙ্কের কাছে একটি গাড়ি তিনজন বাইক আরোহীকে ধাক্কা দেয়। এর মধ্যে একটি সাত বছরের শিশুও রয়েছে। তিনজনই বাইক সহ রাস্তায় পড়ে যায়। দুর্ঘটনায় লালী দেবী (৩৭), জিতেন্দ্র (৪১) এবং লাভিশ (৭) গুরুতর আহত হন। স্থানীয়রা অ্যাম্বুলেন্সের সাহায্যে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যায়। মেরুদণ্ডে গুরুতর আঘাতের কারণে লালী দেবীকে এসএমএস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। পুলিশ গাড়ি চালককে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া