হাফলং (অসম), ১২ জুলাই (হি.স.) : রাজ্যের পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের অন্যতম পশ্চাদপদ অত্যন্ত প্রত্যন্ত তথা প্রচীন গ্রাম সেমখরে নেই উন্নত স্বাস্থ্য ব্যবস্থা। এরই মধ্যে আজ শনিবার সেমখর উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রথমবার প্রাতিষ্ঠানিক সন্তান প্রসব সফলভাবে সম্পন্ন করে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ডিমা হাসাও জেলার স্বাস্থ্য বিভাগ।
এর আগে সেমখর উপ-স্বাস্থ্য কেন্দ্রে কোনও সন্তান প্রসব হয়নি। এটাই সন্তান প্রসবের প্রথম ঘটনা। আজ সেমখর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভূমিষ্ঠ নবজাতক ও প্রসূতি মা সম্পূর্ণ সুস্থ বলে জানা গেছে। জানা গেছে, সেমখর উপ-স্বাস্থ্য কেন্দ্রে সিএইচও, এএনএম এবং এমপিডব্লিউর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে প্রসব প্রক্রিয়া।
এই মাইলফলক ডিমা হাসাওয়ের প্রত্যন্ত, দুর্গম এবং সুবিধা-বঞ্চিত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টাকে তুলে ধরেছে। মাইবাং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরবর্তী প্রত্যন্ত সেমখর গ্রামের উপ-স্বাস্থ্য কেন্দ্রে সফল প্রাতিষ্ঠানিক প্রসব ডিমা হাসাও জেলায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা ও দলগত কাজের উদাহরণ বলে মনে করা হচ্ছে। সেমখরের মতো প্রত্যন্ত গ্রামে এই অর্জন অনেক চ্যালেঞ্জিং। তবে সেমখর এলাকায় স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধি এবং মা ও নবজাতকের সুস্থতা নিশ্চিত করার প্রতিশ্রুতি তুলে ধরেছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব