পালিগঞ্জ, ১২ জুলাই (হি.স.): বিহারের পালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও দু'জন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য, তাঁরা বৈশালীর কারিহো গ্রামের বাসিন্দা, ছত্তিশগড় থেকে ফিরছিলেন। নিহতরা হলেন, নির্মলা দেবী, নীতু সিং, অস্তিত্ব সিং।
শনিবার সকালে স্টেশন হাউস অফিসার (রানী তালাব) প্রমোদ কুমার বলেছেন, হতাহতরা বৈশালীর বাসিন্দা এবং ছত্তিশগড় থেকে ফিরছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। গ্রামবাসীরা দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে সমস্ত যাত্রীদের উদ্ধারে সহায়তা করেন। ক্যানাল রোডে সরাইয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ