বাঁকুড়া, ১৩ জুলাই (হি.স.): স্কুল চলাকালীন ছুটি দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের গানের অডিশন! ঘটনায় সরগরম বাঁকুড়া শহর। বিগত শনিবার বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলে পঠনপাঠন বন্ধ রেখে আয়োজিত এই অডিশন ঘিরে জেলার শিক্ষামহলে, রাজনৈতিক মহলে ও অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে প্রবল সমালোচনা।
সরকারি নিয়ম অনুযায়ী, শনিবার রাজ্যের স্কুলে পঠনপাঠন চালু থাকার কথা। কিন্তু সেই নিয়মকে তুড়ি মেরে এক বেসরকারি গানের প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ের আসর বসে শহরের অন্যতম প্রাচীন এই স্কুলে।
রবিবার তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের জেলা সভাপতি জানান, “স্কুল বন্ধ রেখে বেসরকারি কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া শিক্ষা দপ্তরের নীতিবিরুদ্ধ। প্রধান শিক্ষিকা এই ছুটির অনুমতি দিতে পারেন না, তার জন্য প্রয়োজন ছিল উচ্চপর্যায়ের অনুমতি।”
স্কুলের শিক্ষিকাদের বক্তব্য, “প্রধান শিক্ষিকা বছরে দু’দিন বিশেষ পরিস্থিতিতে ছুটি দিতে পারেন।” কিন্তু শিক্ষক সংগঠনের দাবি, “স্থানীয় ধর্মীয় বা সাংস্কৃতিক উপলক্ষ্যে সেই ছুটি হতে পারে, বেসরকারি অডিশনের জন্য নয়।”
অভিভাবকদের একাংশের মতে, “নবীনদের মঞ্চে ওঠার সুযোগ অবশ্যই থাকা উচিত, তবে সেটা স্কুলের পাঠদান বন্ধ করে নয়। স্কুলে শিক্ষা আগে, অডিশন পরে।”
বিরোধী দলগুলির কটাক্ষ, “এই সরকারের আমলে স্কুল মানেই এখন রাজনৈতিক সভা, অনুষ্ঠান আর শো। শিক্ষার পরিবেশ বলে আর কিছু অবশিষ্ট নেই।”
জেলাজুড়ে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, রাজ্যের শিক্ষা পরিকাঠামো কি আদৌ শিক্ষার জন্য, না কি কর্পোরেট বা বিনোদনের পৃষ্ঠপোষকতায় ব্যবহার হচ্ছে। জেলা শিক্ষা দফতরের তরফে এখনও কোনও মন্তব্য মেলেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট