বনদুয়ারে ৫১ শক্তিপীঠের রেপ্লিকার শিলান্যাস ও ভূমিপূজা অনুষ্ঠিত
উদয়পুর (ত্রিপুরা), ১৩ জুলাই (হি.স.) : ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা রাজ্যের সঙ্গে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য কাজ শুরু হয়েছে। রবিবার গোমতী জেলার উদয়পুরের মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন
শিলান্যাস ও ভূমিপূজা


উদয়পুর (ত্রিপুরা), ১৩ জুলাই (হি.স.) : ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা রাজ্যের সঙ্গে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য কাজ শুরু হয়েছে। রবিবার গোমতী জেলার উদয়পুরের মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বনদুয়ার এলাকায় ৫১ শক্তিপীঠের রেপ্লিকার শিলান্যাস ও ভূমিপূজা অনুষ্ঠিত হয়েছে।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জিলা সভাধিপতি দেবল দেব রায়, পর্যটন দফতরের অধিকর্তা, গোমতী জেলার জেলা শাসক সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।

প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ভূমি পূজাও হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলছে সরকার। এক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে পর্যটন দফতরের। পর্যটন নিগমের এডভেঞ্চার ট্যুরিজম থেকে শুরু করে আধ্যাত্মিক ট্যুরিজমের উপর ভর করে রাজ্যের পর্যটন শিল্পের প্রসারে নানা কাজ করে চলছে সরকার। কেননা পর্যটন শিল্পের প্রচার প্রসার ঘটলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পর্যটন একটি এমনই শিল্প যার সাথে যুক্ত রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থান। ৫১ শক্তিপীঠ গড়ে তোলা হলে রাজ্যের চেহারা অনেকটা পাল্টে যাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন রাজ্যের পর্যটন মন্ত্রী কথা দিয়েছেন আগামী দুই বছরের মধ্যে রাজ্যের পর্যটন শিল্পে প্রসার ঘটবে। সারা দেশের মধ্যে ত্রিপুরার নাম জ্বলজ্বল করবে। রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলছে। সরকারে লক্ষ্য উন্নয়ন। ইতিমধ্যে পর্যটন শিল্প রাজ্যের নাম অনেকটাই এগিয়ে গেছে। আগামী দুই বছরের মধ্যে সারা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে পর্যটন শিল্পে। এখানে মায়ের মন্দিরকে কেন্দ্র করে দেশ এবং বিদেশ থেকে বহু পর্যটক উদয়পুরে যেমন আসছেন তেমনি সারা রাজ্য বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখে যাচ্ছেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সবার দৃষ্টি থাকতে হবে যে সমস্ত পর্যটকরা রাজ্যে আসেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের থাকা খাওয়ার জন্য যে সমস্ত হোটেলগুলি রয়েছে বা আগামীদিনে হবে তাদের আরও বেশি করে পর্যটকদের সঙ্গে ভালো ব্যবহার করা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande