হুগলিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু গৃহবধূর
বর্ধমান, ১৩ জুলাই (হি. স.) : হুগলি পাণ্ডুয়া থানার সোনাটিকরি গ্রামে আচমকাই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে । মৃতার নাম রাজিয়া খাতুন (১৯)। মৃতার বাপের বাড়ি হাওড়া জেলার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে। পুলিশ ও স্থানীয় সূত্র
হুগলিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু গৃহবধূর


বর্ধমান, ১৩ জুলাই (হি. স.) : হুগলি পাণ্ডুয়া থানার সোনাটিকরি গ্রামে আচমকাই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে । মৃতার নাম রাজিয়া খাতুন (১৯)। মৃতার বাপের বাড়ি হাওড়া জেলার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডুয়ার সোনাটিকরি গ্রামে রাজিয়ার বিয়ে হয়। তাঁর এক সন্তানও রয়েছে। মৃতার আত্মীয়া টুম্পা বিবি জানিয়েছেন, কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। রবিবার সকালে বাড়ির মধ্যেই কলতলায় বসে বাসন মাজার কাজ করছিলেন রাজিয়া খাতুন। কলতলার গায়েই তাঁদের একটি পাঁচ ফুটের মাটির দেওয়াল রয়েছে । আচমকাই সেই দেওয়াল ধসে পড়ে রাজিয়া খাতুনের ওপর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande